মুরাদনগরে ভিডিও ছড়ানো শাহ পরান ৫ দিনের রিমাণ্ডে

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর ধর্ষণ-পরবর্তী নগ্ন ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহ পরানের পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক এই রিমাণ্ড মঞ্জুর করেন। শাহ পরান মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ধর্ষণের পর পরিকল্পিতভাবে নিপীড়ন করে নগ্ন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরানের ১০ দিন রিমাণ্ড চেয়ে গত ৬ জুলাই আদালতে আবেদন করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই আবেদনের শুনানি শেষে কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৩ জুলাই বিকেলে জেলার বুড়িচং উপজেলা থেকে শাহ পরানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন মুরাদনগর থানা পুলিশের কাছে শাহ পরানকে হস্তান্তর করা হয়। এরপর গত ৫ জুলাই সকালে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত ফজর আলী নামে এক যুবককে আটক করে পিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ২৭ জুন মুরাদনগর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী নারী।

পরবর্তীতে ধর্ষণের দায়ে রাজধানী থেকে ফজর আলীকে এবং পর্নোগ্রাফি মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে বাহেরচর গ্রামের সুমন, রমজান আলী, মো. অনিক ও মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।

পর্নোগ্রাফি মামলায় মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তিন দিনের রিমাণ্ড শেষে মোহাম্মদ আলী সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিকসহ চার আসামিকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। এর আগে, গত শনিবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মুরাদনগর থানায় আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন পুলিশকে আদালতে স্বীকারোক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছিল। তবে আদালতে বিচারকের সামনে হাজির হওয়ার পর তারা স্বীকারোক্তি দেননি। পরে চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অপরদিকে, ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলী এখনও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। পুলিশ গত ২৯ জুন ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীর শারীরিক অবস্থা এখনো তেমন উন্নতি হয়নি। তার অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দিতে অন্তত দুই মাস সময় লাগতে পারে। চিকিৎসকের ছাড়পত্র পেলেই তাকে আদালতে তোলা হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মোদি সরকারের ৪০ শতাংশ মন্ত্রী বিভিন্ন মামলার আসামি Sep 07, 2025
img
রাজবাড়ীতে নুরাল পাগলের মাজারে হামলা, গ্রেপ্তার ৫ Sep 07, 2025
img
শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান Sep 07, 2025
img
প্রেমে মজেছেন অভিনেত্রী সামান্থা Sep 07, 2025
img
খুব অপমানিত বোধ করেছিলাম : হিমি Sep 07, 2025
img
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর Sep 07, 2025
img
লন্ডনে ফিলিস্তিনপন্থিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, গ্রেফতার ৪ শতাধিক Sep 07, 2025
img
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ Sep 07, 2025
img
টানা দুই ফাইনাল হারের পর অবশেষে ট্রফির দেখা পেলেন সাবালেঙ্কা Sep 07, 2025
img
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রিয়াদ, ঢাকার অবস্থান ২১তম Sep 07, 2025
img
লন্ডনে ফিলিস্তিনপন্থিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার ৪ শতাধিক Sep 07, 2025
img
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 07, 2025
img
শাকিবের প্রিন্স সিনেমায় যুক্ত হলো বলিউড Sep 07, 2025
img
ডাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের শপথ আজ Sep 07, 2025
img
বাণিজ্য উত্তেজনার মধ্যেই জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসতে পারেন ট্রাম্প Sep 07, 2025
img
ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় মৃত্যু- গাজায় মৃত্যুমিছিল থামছে না Sep 07, 2025
img
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে : জিল্লুর রহমান Sep 07, 2025
img
নির্বাচনে দায়িত্ব পালনে দেশজুড়ে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ Sep 07, 2025
img
মস্কো যেতে অস্বীকৃতি, পুতিনকে কিয়েভে আমন্ত্রণ জেলেনস্কির Sep 07, 2025
img
আবু সাঈদ হত্যা মামলায় ২য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ Sep 07, 2025