আদর্শিক দ্বন্দ্বে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড.ফয়জুল হক

ড. ফয়জুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান, যেখানে তিনি বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাঁর আদর্শিক বিরোধের কথা তুলে ধরেন।

ড. ফয়জুল হক তাঁর বিবৃতিতে উল্লেখ করেছেন, ২০১৫ সালে তিনি বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি বিগত বছরগুলোতে বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন ইসলামপন্থী ও সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।

তাঁর মূল অভিযোগ হলো, ৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে "বামঘেঁষা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে"।

তিনি বলেন, যেসব ইসলামপন্থী দল ও ইসলামিক চিন্তাবিদরা অতীতে বিএনপির পাশে ছিলেন, আজ তাদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে, যা "আওয়ামী লীগের কথার সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে।" ফয়জুল হকের মতে, এসব অবস্থান তাঁর বিশ্বাস ও চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী।

তিনি নিজেকে একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে দাবি করে বলেছেন, তাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছে।

তিনি আরও স্পষ্ট করেছেন যে, তিনি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে সমর্থন করেন না এবং সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে চান। তাঁর মতে, দলীয় স্বার্থের চেয়ে দেশ, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই তাঁর রাজনীতির মূলমন্ত্র।

ড. ফয়জুল হক জানান, "জুলাই বিপ্লবের" (সম্ভবত জুলাই ২০২৪ সালের আন্দোলনকে ইঙ্গিত করছেন) পরে দেশের বৃহত্তর স্বার্থে তাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল। তিনি চান না তার অবস্থানের কারণে দল বিব্রত হোক, কারণ তার মতে, "অনেক নেতা রয়েছেন, যারা পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিতে পারছেন না—তারা আজও শেখ হাসিনার দেখানো পথেই হেঁটে চলেছেন।"

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন।

ড. ফয়জুল হক তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জানিয়েছেন, তিনি ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে একটি স্বাধীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতির সামনে আসতে যাচ্ছেন। তিনি দলমত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে মানবতা, সত্য এবং ধর্মীয় মূল্যবোধের পক্ষে সংসদে কথা বলার অঙ্গীকার করেছেন।

তিনি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় না থেকে একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চান এবং মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের বন্ধুবান্ধব, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

পুলিশ মেসের ওয়াশরুম ঘুরে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 12, 2025
পুলিশকে খেলাধুলায় জোর দিতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 12, 2025
ইউনুস সরকারকে হোসাইন মোহাম্মদ সেলিমের সংস্কার প্রস্তাব Jul 12, 2025
img
নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানালেন উপ-প্রেসসচিব Jul 12, 2025
img
কপিল শর্মার ক্যাফেতে হামলাকারীদের দায় স্বীকার Jul 12, 2025
img
মিয়ানমারে মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২০ Jul 12, 2025
img
প্রশাসনিক ব্যর্থতায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত: যুবদল সভাপতি Jul 12, 2025
img
নির্বাচন সন্নিকটে, কবে ফিরছেন তারেক রহমান? Jul 12, 2025
img
বাংলাদেশে সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক Jul 12, 2025
img
হাসিনাকে যারা তাড়াতে পেরেছে, তারা চাঁদাবাজদের ভয় পায় না: নাহিদ Jul 12, 2025
img
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আইন উপদেষ্টা Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনায় কিছু দল বিএনপির নামে রংচং দেওয়ার চেষ্টা করছে: রিজভী Jul 12, 2025
img
বাবর আজমকে উইকেটকিপার হওয়ার প্রস্তাব দেননি পাকিস্তানের কোচ Jul 12, 2025
img
পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম Jul 12, 2025
img
টাঙ্গাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, ১৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান Jul 12, 2025
"পারলে এবার ভোট টাকা দিয়ে কিনে দেখান!" বিএনপিকে চ্যালেঞ্জ Jul 12, 2025
img
আখাউড়া-কসবা সীমান্তে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ Jul 12, 2025
img
মব জাস্টিস হলেই অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা Jul 12, 2025
img
এবার অ্যাঞ্জেলেস মাতাবেন দেশি তারকারা Jul 12, 2025
img
ক্রিকেটে রানতাড়ায় অবিশ্বাস্য রেকর্ড, ১৪.২ ওভারেই পেরোল ২৪৪ Jul 12, 2025