বিমান চলাচলে বিঘ্নকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুক্রবার (১১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমাণ্ডুগামী বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার মিথ্যা খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনার পর আজ শনিবার বেবিচক এ সতর্কবার্তা দেয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। গতকালের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।’

তিনি বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা ও বিমান চলাচলের সুষ্ঠুতা বেবিচকের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।’

বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ অনুযায়ী, ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে বিমান চলাচলে হুমকি সৃষ্টিকারী ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানাসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

শুক্রবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফোন করে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমাণ্ডুগামী বিমানের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রাখা হয়েছে। ফ্লাইটটিতে ১৪২ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন।

বেবিচকের নির্দেশ অনুসারে, বিমানবাহিনীর টাস্কফোর্স ও এভসেক দ্রুত বিমানটির চারপাশে একটি নিরাপত্তাব্যবস্থা স্থাপন করে। বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল, এপিবিএনের ডগ স্কোয়াড এবং র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিমান এবং লাগেজগুলোতে তল্লাশি চালায়।

যাত্রীদের নিরাপদে সরিয়ে লাউঞ্জে রাখা হয় এবং অন্য ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে তল্লাশি শেষ হয়। কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি। রাত ৯টা ২২ মিনিটে বিমানটি কাঠমাণ্ডুর উদ্দেশে ছেড়ে যায়।

আজ এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।’

তদন্তে জানা গেছে, ভুয়া ফোন করেছিলেন বিমানের এক যাত্রীর মা। তিনি তার ছেলেকে তার পরকীয়া সঙ্গীর সঙ্গে কাঠমাণ্ডু যেতে বাধা দিতেই এ ধরনের মিথ্যা হুমকি দেন।

র‌্যাব মহাপরিচালক ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের কাজ দেশের ভাবমূর্তি ও জাতীয় বিমান সংস্থার সুনাম ক্ষুণ্ন করে।

তিনি বলেন, ‘কোনো পরিস্থিতিতেই এই ধরনের প্রচেষ্টা করা উচিত নয় এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

আরআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দেশে ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত Dec 22, 2025
img
জন্মদিনে বড় চমকের আভাস দিলেন সালমান খান Dec 22, 2025
img
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চলবে ২০ স্পেশাল ট্রেন Dec 22, 2025
img
একই মঞ্চে বিউটিকে নিয়ে গাইলেন পান্থ কানাই Dec 22, 2025
img
নির্বাচন ঘনিয়ে আসায় মাঠপর্যায়ে প্রচারণা শক্তিশালী করার নির্দেশনা Dec 22, 2025
img
শ্রীদেবীর সঙ্গে খারাপ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত Dec 22, 2025
img
জুলাই অভ্যুত্থানের নামে ‘মব’ সমর্থন করে না এনসিপি : নাহিদ Dec 22, 2025
img
বর্ণবাদের শিকার উসমান খাজার মেয়েরা, স্ত্রীর প্রতিবাদ Dec 22, 2025
img
আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত Dec 22, 2025
img
নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, মিলল চাঞ্চল্যকর তথ্য Dec 22, 2025
img
শব্দের জাদু নিয়ে ঘুরবে ভাগ্যের চাকা : অক্ষয় Dec 22, 2025
img
সরকারের দেওয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করছি : নুর Dec 22, 2025
img
ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা Dec 22, 2025
img

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেপ্তার Dec 22, 2025
img
মধ্যরাতে নেইমারের অস্ত্রোপচার, সুস্থ হতে কতদিন লাগতে পারে? Dec 22, 2025
img
হাদির স্মৃতি ও বিপ্লবী চেতনা নিয়ে নতুন গান ‘কোটি হাদির ডাক’ Dec 22, 2025
img
পঞ্চগড়ে আ.লীগের আরও এক নেতা গ্রেপ্তার Dec 22, 2025
img
মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে : দেব Dec 22, 2025
img
বার্সেলোনাকে পেছনে ফেলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ Dec 22, 2025
img
দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ Dec 22, 2025