তিন মাস আগেই জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি মতামত দিয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের শহীদ ১৪২ পরিবারের সঙ্গে শনিবার (১২ জুলাই) বিকেলে মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি।
তারেক রহমান বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে তিন মাস আগেই মতামত দিয়েছে বিএনপি। এখন এটা সরকারের দায়িত্ব। আমাদের কিছু করার নেই এ বিষয়ে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোনো কিছু যখন লুকানোর চেষ্টা করা হয়, তখনই কিছু ননইস্যু সামনে আনা হয়। দেশ কারও একার নয়, এটা ২০ কোটি মানুষের। দেশ রক্ষা করতে হবে, দেশ নিয়ে সবার ভাবতে হবে।
স্বৈরাচার বিদায় হলেও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি জানিয়ে জানিয়ে তারক রহমান বলেন, দেশ নিয়ে কে কী ভাবছে, অতীতে কী করেছে। দয়া করে তার দিকে নজর রাখুন। ষড়যন্ত্র আরও শুরু হচ্ছে, জোরেশোরে শুরু হচ্ছে। ’৭১, ’৯০ ও ’২৪- মতো আবারও সোচ্চার হতে হবে। কারা কী বলছে, আগে কী বলছে, ক্ষণে ক্ষণে কী বলছে, এটায় নজর রাখুন।
অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। এখনো নতুন ভূত জন্ম হচ্ছে। সবাইকে বলবো সচেতন হোন, না হয় দেশকে টিকিয়ে রাখা কঠিন হবে। ন্যায়কারী যেই হোক, কোনো প্রশ্রয় দেবে না বিএনপি।
তিনি আরও জানান, আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় গেলে মানুষের অধিকার রক্ষায় যারা প্রাণ দিয়েছেন, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার তাগিদ থাকবে বিএনপির।
টিকে/