চট্টগ্রাম নগরে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একইসঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১২ জুলাই) দলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমদাদুল হক বাদশার বিরুদ্ধে ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোনরূপ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
যুবদল নেতা এমদাদুল হক বাদশার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অনেক অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
কেএন/টিকে