বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা ও রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেসব কুরুচিপূর্ণ ছবি ও কনটেন্ট ছড়ানো হচ্ছে, তা স্রেফ নোংরামি এবং অপচেষ্টা ছাড়া কিছুই নয়।
তিনি অভিযোগ করেন, “বাকশালি মুজিবের তাণ্ডবলীলার পর এদেশে যে শৃঙ্খলার সূচনা হয়েছিল, সেটি শহীদ জিয়ার অবদান। আর গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”
হান্নান মাসুদ ধারণা প্রকাশ করে বলেন, “জুলাইয়ে বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্যকে ধ্বংস করতে আওয়ামী লীগ কৌশলে নিজেরাই এসব কুরুচিপূর্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করতে চাইছে।”
তিনি বলেন, “পাশাপাশি যদি অন্য কোনো সংগঠনের কেউ এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
ইউটি/টিএ