নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুন কারখানাসহ বাসা-বাড়ির ৫০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় তিনটি স্থানে এই অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।
এ সময় তিনটি চুন কারখানায় তিতাসের আবাসিক গ্যাসের সংযোগ থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরে চুন কারখানাগুলোর অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্নসহ উৎপাদন কাজে ব্যবহৃত সবগুলো ভাট্টি ও যাবতীয় মালামাল এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার।
এছাড়া এক কিলোমিটার বিস্তৃত ২০০ বাড়ির ৫০০ অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
পরে অবৈধ সংযোগ বন্ধে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সিলগালা ও অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান বলেন, 'সরকারের নির্দেশে অবৈধ গ্যাসের সংযোগ বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান চলমান থাকবে। অবৈধ সংযোগ স্থাপনকারীদের শনাক্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। কাউকে ছাড় দেয়া হবে না।'
কেএন/এসএন