দেশে জরুরি অবস্থা ঘোষণার ও কীভাবে প্রধান বিচারপতি নিয়োগ পাবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্য ঐকমত্য হয়েছে। এর আগের বৈঠকে সংবিধানে বিদ্যমান ৯৫ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি কর্তৃক আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সংশোধনে নীতিগতভাবে একমত হয়েছিলো। আজকের বৈঠকে আরও তিনটি বিষয়ে ঐকমত্য হয়েছে।
তিনি বলেন, আপিল বিভাগ থেকে জ্যেষ্ঠ বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনে ইশতেহারপূর্বক যদি জনগণের ম্যান্ডেন্ট লাভ করে তাহলে তারা আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারপতি থেকে একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করবেন। এমন বিধান সংযোজন করতে পারবে। তবে অসদাচরণ বা অসামর্থ্য অভিযোগের কারণে ৯২ অনুচ্ছেদের অধীন কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
জরুরি অবস্থার বিষয়ে তিনি বলেন, কমিশন বৈঠকে এর আগে রাজনৈতিক দলগুলো ১৪১ ক ও রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় জরুরি অবস্থা ব্যবহার না হয়, সে বিষয়ে একমত হয়েছে।
এমকে/টিকে