ডা. জাকির নায়েকের ‘পিস টিভি বাংলা’ বাংলাদেশে ফের সম্প্রচারের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
রোববার (১৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান।
২০০৬ সালে ডা. জাকির নায়েক পিস টিভি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ভাষায় এটি প্রচারিত হয়। ২০১১ সালের ২২ এপ্রিল পিস টিভি বাংলা সম্প্রচার শুরু হয়। ২০১৬ সালের জুলাই পর্যন্ত এটির সম্প্রচার চালু ছিল। হলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকার পিস টিভির স্যাটেলাইট ও অনলাইন সিগ্যনাল বন্ধ করে দেয়। শর্ত না মানায় ডাউনলিংক অনুমতি এক আদেশে বাতিল করে তথ্য মন্ত্রণালয়।
সাত দিনের মধ্যে পিস টিভি বাংলার ওয়েবসাইট এবং ইউআরএলের ব্লক প্রত্যাহারে বিটিআরসিকে নির্দেশ দিতে বলা হয়েছে। অন্যথায় রিট করার কথা নোটিশে বলা হয়েছে।