নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে।’
রবিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা পছন্দ করি বা না করি। বিএনপি ছাড়া আসলে আমাদের গতি নাই। আমাদের ভবিষ্যতের সঙ্গে বিএনপি জড়িয়ে গেছে। কেউ যদি বিএনপিকে অপছন্দ করি তাকেও বুঝতে হবে। বিএনপি বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পরে আওয়ামী লীগ আর এক্সিস্ট করে না।
এখন মাঠে কারা রাজনীতি করছে? আমরা দেখছি রাইচিস্ট একটা শক্তি মাঠে তার জায়গা তৈরি করছে। যেমন, জামায়াতে ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে বা আরো ফার রাইট অনেকে আছে। এই জায়গায় দাঁড়িয়েই বিএনপি আমাদের জন্য অনিবার্য। আমাদের বলতে, আমরা যারা মধ্যবর্তী রাজনীতিতে বিশ্বাস করি।
আমরা যারা মধ্যবর্তী রাজনীতির পথে বাংলাদেশকে রাখতে চাই। আমরা যারা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার বেসস্টেজ করে তুলতে চাই তাদের সামনে বিএনপি ছাড়া আর কী অপশন আছে? আমি দেখি না।’
জাহেদ উর রহমান বলেন, ‘বিএনপি দলটার পেছনে শহীদ জিয়াউর রহমান যে রোল প্লে করেছেন, সেটা আমি সহজ বলে মনে করি। যে তিন জন দলটির দায়িত্বে আছেন তাদের মধ্যে জিয়াউর রহমানের কাছে তুলনামূলকভাবে সহজ ছিল। ক্ষমতায় থেকে দল তৈরি করেছিলেন।
অত্যন্ত অসাধারণ একটা ইমেজের কারণে দলটা তৈরি হয়েছে। যেহেতু তার দল ক্ষমতায় ছিল, অনেক মানুষ খুব সহজে এট্রাক্টেড হয়েছে। আমি মনে করি বিএনপি দল হিসেবে গঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার হাতে। প্রথম এরশাদবিরোধী আন্দোলনের সময় বিরোধী দলে থেকে তৈরি করেছেন। দ্বিতীয়বার এটাকে অত্যন্ত ইন্টিগ্রেটেড একটা দল হিসেবে তৈরি করেছে জন্য তারেক রহমান।’
কেএন/এসএন