চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত খোস মোহাম্মদের ছেলে। বিষয়টি গমাধ্যমকে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান। শাকিল হাসান জানান, গত বছরের ১৩ সেপ্টেম্বর আইনাল হক নামের এক ব্যক্তি শিবগঞ্জ থানায় একটি গুম ও হত্যা মামলা করেন। ওই মামলার তদন্তে গোলাম কিবরিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আরো একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আমরা সেগুলোও খতিয়ে দেখছি।