কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আগামী ৫ আগস্ট দেশব্যাপী বড় বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
গতকাল শনিবার (১২ জুলাই) অনানুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু দলটি। এদিন রাতে লাহোরে এসে পৌঁছান খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।
পিটিআইয়ের এই আন্দোলন দমাতে এখন থেকেই কঠোর হওয়া শুরু করেছে দেশটির পুলিশ। গান্দাপুরকে গতকাল লাহোরে প্রবেশ করতে দিলেও দলটির অনেক নেতার বাড়িতে রেইড দিয়েছে পুলিশ। এছাড়া অনেককে আটকের চেষ্টা চালাচ্ছে তারা।
২০২৩ সালের ৫ আগস্ট বিভিন্ন মামলায় ইমরানকে কারাগারে বন্দি করা হয়। গত দুই বছর ধরে তিনি কারাগারেই আটক আছেন।
ইমরান খানকে মুক্ত করতে আগামী ৫ আগস্ট থেকে বড়সড় আন্দোলনে নামছে দলটি। তারা বলছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাবাহিনীকে ইমরান খানকে মুক্ত করতে বাধ্য করা হবে।
গান্দাপুর ছাড়াও পিটিআইয়ের অন্যান্য নেতারা লাহোরের রাইউইন্দ এলাকার একটি ফার্মহাউজে অবস্থান নিয়েছেন। এটি শরীফ পরিবারের পারিবারিক বাড়ির কাছেই অবস্থিত।
এদিকে ঈদুল আজহার পরই ইমরানকে মুক্ত করার আন্দোলনের কথা বলেছিল পিটিআই। তবে তারা এখন ৫ আগস্ট থেকে এ আন্দোলন শুরুর কথা বলছে।
কেএন/এসএন