জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে মারধর করার অভিযোগে গাজী রাশেদুজ্জামান মশিউর নামে এক বিএনপি নেতার সদস্য পদ স্থগিত করেছে উপজেলা বিএনপি। সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গাজী রাশেদুজ্জামান মশিউর মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও একই উপজেলার মালঞ্চ এলাকার বাসিন্দা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন অটোরিকশা চালককে মারধর করা এবং এ ঘটনার প্রতিবাদ করায় অপর একজন ব্যক্তিকেও মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তীতে তার আচার আচরণের সংশোধন সাপেক্ষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেল স্টেশনে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালককে বলেন বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর। এ সময় অটোরিকশা চালক না যেতে চাইলে তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন মশিউর।
ঘটনাস্থলে থাকা একজন বয়স্ক ব্যক্তি তাদেরকে নিবৃত করতে গেলে মশিউর তাকেও মারধর করেন। বিষয়টি উপজেলা বিএনপি অবগত হলে গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়।
বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর গণমাধ্যমকে জানান, কয়েকদিন আগে মেলান্দহ রেল স্টেশনে যাওয়ার জন্য এক অটোচালককে বলি। সে না যাওয়ায় তাকে ধমক দেই। এ সময় পাশের আরেকজন রিকশাওয়ালা আমার সাথে কথা কাটাকাটি করে ধাক্কা দেয়। আমিও তাকে ধাক্কা দেই, এই পর্যন্তই ঘটনা। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।
এমআর/টিকে