মালয়েশিয়ার পেনাং প্রদেশে পাসপোর্ট সেবা প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। আজ মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইন এপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেনাংয়ের দেওয়ান দাতু হাজী আহমদ বাদাওয়ি কমিউনিটি হলে আগামী ১৯ ও ২০ জুলাই সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা চলবে।
ওই প্রদেশে কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয়ের স্থান ও তারিখে পাসপোর্ট সংগ্রহের http://appointment.bdhckl.gov.bd/other লিঙ্কে গিয়ে অনলাইন এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।
এপয়েন্টমেন্ট গ্রহণের নিয়মাবলী ওই উল্লেখ আছে। এপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের পূর্বেই এপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান POS Malaysia (Post Office) এর সার্ভিসটিও একই সঙ্গে চালু থাকবে।
তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে এপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের অনুরোধ করেছে দূতাবাস।
এমআর/টিকে