চট্টগ্রাম ১৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সরকার যখনি আসবে এ দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে। বাংলাদেশের স্বাধীনতার পর যতদিন বিএনপি ক্ষমতায় ছিল দেশ ভালোভাবে চলেছে। কিন্তু তার পরবর্তীতে যে সরকারই এসেছে কেউ সুষ্ঠুভাবে দেশ চালাতে পারেনি।’
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে আনোয়ারার কালাবিবির দিঘির মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বর্তমান প্রেক্ষাপটকে দুরভিসন্ধিমূলক চক্রান্ত বলে আখ্যায়িত করে তিনি বলেন, ‘যারা একসময় স্বৈরাচারের সাথে আঁতাত করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রাখতে চেয়েছিল তারা আজ স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসরদের দলে ভিড়িয়ে বিএনপির সাথে প্রতিযোগিতা করতে চায়। আমি তাদের বলতে চাই শহীদ জিয়া কর্তৃক স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশে এখন যে-ই অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে বিএনপি তা কখনো হতে দিবে না।’
বিক্ষোভে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার,আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর, দপ্তর সম্পাদক রাসেদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দেশব্যাপী মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালাবিবির দিঘি মোড় থেকে শুরু হয়ে চাতরী চৌমুহনী প্রদক্ষিণ করে আবার কালাবিবির দিঘির মোড় এসে শেষ হয়।
পিএ/টিএ