বরিশালে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবারে আমাদের লক্ষ্য সংসদ ভবন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮ টায় বরিশালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে নগর ভবনের সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসানাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি আওয়ামী লীগকে মিন করে ইনক্লুসিভ নির্বাচন বলে থাকেন, তাহলে হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব নয়।
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ১৫ তম দিনে বরিশালে পদযাত্রা করেছে এনসিপি। সন্ধ্যা সাড়ে ৮ টায় গাড়ি বহর নিয়ে বরিশালের হাসপাতাল রোডে ল কলেজ এলাকায় আসেন নেতৃবৃন্দ। সেখান থেকে পদযাত্রা শুরু করে নগরীর সদর রোড হয়ে ফজলুল হক অ্যাভিনিউ সভা মঞ্চে গিয়ে পথসভায় মিলিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চল সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক ডা মাহমুদা মিতুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে তারা ভোলায় পদযাত্রায় অংশ নেন।
আগামীকাল গোপালগঞ্জে পদযাত্রা করার কথা রয়েছে।
পিএ/টিএ