বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষমূলক তথ্য প্রচারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুনের বিরুদ্ধে এ লিগ্যাল নোটিশটি পাঠায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ১২ জুলাই ২০২৫ সকাল ৮টা ৪৮ মিনিটে অধ্যাপক মামুন তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। পোস্টের ২৩-২৫ নম্বর কলামে তিনি লেখেন— “দেখছেন না ধর্মের নামে রাজনীতি করা শিবিরের ছেলেরা কুয়েটের বহিষ্কৃত অস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবদল নেতাকে প্রথমে গুলি করে এবং পরে পায়ের রগ কেটে হত্যা নিশ্চিত করেছে। ৮০-৯০ দশকে শিবিরের হলমার্ক ছিল রগ কাটা।”
শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উক্ত পোস্টে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিদ্বেষমূলক। এতে সংগঠনের সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চালানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, “আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা আগামী ৩ দিনের মধ্যে ফেসবুকে প্রদত্ত মিথ্যা তথ্য প্রত্যাহার করে নেবেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন। অন্যথায় আমার মোয়াক্কেল আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা এর বিরুদ্ধে দণ্ডবিধি-১৮৬০ মোতাবেক ১০০ কোটি টাকার মানহানি মামলাসহ বাংলাদেশে প্রচলিত অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিবেন।”