বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি, জামায়াত ও এনসিপি যৌথভাবে ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে ভূমিকা রেখেছে। এখন নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই চুপ করে থাকা ফ্যাসিস্ট শক্তি আবারও জেগে উঠবে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জেলা ছাত্রদলের আয়োজনে ‘রক্তাক্ত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার নিন্দা জানিয়ে দুলু বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলের নেতাকর্মীদের তিরস্কার করা হচ্ছে, নিজেদের ভেতরে হানাহানি শুরু হয়েছে। এটা ভালো কিছু বয়ে আনবে না। এখনও সময় আছে, একসঙ্গে বসে ষড়যন্ত্র মোকাবিলার রূপরেখা ঠিক করতে হবে। তা না হলে দেশের গণতন্ত্র আবারও দীর্ঘ সময়ের জন্য আটকে যাবে।’
দুলু সকল বিরোধী রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন করে যদি গণতন্ত্র বন্ধ হয়ে যায়, আমরা জানি না, আরও কত ১৭ বছর আমাদের অপেক্ষা করতে হবে।’