গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় শহরের বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। যৌথভাবে আয়োজিত এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আবার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তারা।
বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত আরেক সমাবেশে গোপালগঞ্জে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কঠোর ভাষায় সমালোচনা করেন স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে রাতে হাজীগঞ্জ বাজারেও প্রতিবাদ মিছিলের ডাক দেয় শিক্ষার্থীরা।
এ ছাড়া জেলার ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি।
আরআর