বন্যার্তদের ১ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য একলাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কুড়িগ্রামের অষ্টমীর চর সফরকালে এ ঘোষণা দেন।

এ সহায়তার মাধ্যমে ১২’শ পরিবারের প্রায় ৫ হাজার ক্ষতিগ্রস্থকে সহায়তা দেয়া হবে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার বাংলাদেশ এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

কুড়িগ্রামে অবস্থানকালে রাষ্ট্রদূত মিলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া স্থানীয় একটি বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

 

টাইমস/এমএস

 

Share this news on: