ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিতে পটুয়াখালী জেলা জামায়াত ইসলামী তিনটি লঞ্চে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে রওনা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে পটুয়াখালী লঞ্চঘাট, বাউফল ও গলচিপা থেকে পৃথক তিনটি লঞ্চ ঢাকার উদ্দেশে যাত্রা করে।
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ আল কায়সারী জানান, পটুয়াখালী জেলা থেকে ১৫ হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে আমরা ঢাকার সমাবেশে অংশ নিচ্ছি। সারা দেশ থেকে অন্তত ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।
তিনি আরও বলেন, সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের দলের পক্ষ থেকে দিকনির্দেশনা দেওয়া হবে। সে জন্যই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ইতোমধ্যে লঞ্চগুলো পূর্ণ হয়ে গেছে। যারা এখনো আসছেন, তাদের অনেকে ফিরে যাচ্ছেন। তবে যারা যেতেই চান, তাদের জন্য বিকল্পভাবে গাড়ির ব্যবস্থাও করা হচ্ছে।
জামায়াতের এই বৃহৎ প্রস্তুতি ঘিরে পটুয়াখালী লঞ্চঘাটসহ সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক জমায়েত ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
কেএন/টিএ