পেশিতে চোট পেয়ে আহত হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। আগামী এক মাস তাকে বিশ্রামে থাকতে হবে। এরমধ্যেই খবর, অসুস্থ হয়ে হাসপাতালে নির্মাতা রাকেশ রোশন। এমনটা জানিয়েছেন তার মেয়ে সুনয়না রোশন।
জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রাকেশ। গত ১৬ জুন যন্ত্রণা বাড়তেই তাকে দুরত মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়ে সুনয়না জানিয়েছেন, তাঁর বাবার ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। প্রাথমিক পর্যায়ে আইসিইউতে রাখা হয়েছিল।
কিন্তু এখন অনেকটা সুস্থ তিনি। তাই সাধারণ বিভাগে স্থানান্তিরত করা হয়েছে। চিন্তার কোনও কারণ নেই ঠিকই, তবে কয়েক দিন চিকিৎসকদের পরামর্শ মতো কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। বাবাকে এর মধ্যে বেশ কয়েকবার হাসপাতালে দেখতেও এসেছেন হৃত্বিক রোশন।
গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছেন রাকেশ। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির তিনটি ছবি পরিচালনা করেছিলেন তিনি। এবার ছেলের কাঁধে দিয়েছেন পরিচালনার দায়িত্ব।
টিএ/