রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান তিনি। এরপর তাকে মূল মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য দেবেন।
জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশে এনসিপি ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে, দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। ভোর রাত থেকে রাজধানীমুখী জামায়াতের নেতাকর্মীদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ, বাংলা একাডেমি ও মেট্রোরেল স্টেশন এলাকায় জনস্রোত আরও ঘন হয়ে ওঠে। চারদিক থেকে ভেসে আসে স্লোগান ও শ্লোগধ্বনি, যার মধ্যে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।
টিকে/