সংযুক্ত আমিরাতে যেসব বাংলাদেশি কর্মীরা ট্রান্সফার ভিসা (এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে যাওয়া) পেতে সমস্যা হচ্ছে, সেটি সমাধানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার।
শুক্রবার (১৮ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টে এ কথা জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
ফেসবুকে লুৎফে সিদ্দিকী লিখেছেন, ‘আমি জানি যে অনেকে এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে যাওয়ার জন্য ট্রান্সফার ভিসা পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই বিষয়টি আমি এবং আমার সহকর্মীরা ইউএই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে গুরুত্ব দিচ্ছি। আমি কিছু ক্ষেত্রে ইতিবাচক ফলাফলের কথা জানি, কিন্তু সামগ্রিকভাবে এই সমস্যাটা এখনো দেখা দিচ্ছে।’
বিশেষ দূত জানান, ‘আমরা ইউএই সরকারের সঙ্গে যোগাযোগে আছি। একইসঙ্গে আমরা ঢাকায় সরকারের মধ্যে বৈঠক করেছি যাতে সম্ভাব্য মূল কারণগুলো সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া যায় এবং আমাদের অভিবাসন প্রক্রিয়ায় আরও আস্থা গড়ে তোলা যায়।’
টিকে/