ভারতে অনুপ্রবেশ ও অবৈধ বসবাসের অভিযোগে ২৮ বাংলাদেশিকে দুবছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের স্থানীয় তিরুপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালত-২ বৃহস্পতিবার (১৭ জুলাই) এই সাজা ঘোষণা করেন।
তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের খোঁজে গত ১২ জানুয়ারি আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল সংস্থার হোস্টেলে অভিযান চালায় পাল্লাদাম পুলিশ। সেখান থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তারা কেউই ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে পারেনি। পরবর্তীতে সবাই স্বীকার করেন অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছেন।
তদন্তে পুলিশ জানতে পারে, বিভিন্ন সময়ে এসব বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ৬ মাস থেকে ১০ বছর ধরে দেশটিতে বসবাস করছিল। আলাদাভাবে ভারতে প্রবেশ করলেও প্রথমে চেন্নাই এবং সেখান থেকে তিরুপুরে আশ্রয় নেন। এরপর মুরুগামপালায়াম, ছেত্তিপালায়াম ত্রিপুরের বিভিন্ন টেক্সটাইল কোম্পানিতে কাজ করতে শুরু করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে থানায় নেয় পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে ১৪-ফরেনারস আইনের ৩(২)(সি) ধারায় মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক সি শ্রীধর এই ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড এবং সবাইকে ১০ হাজার রুপি করে আর্থিক জরিমানা করেন। কারাভোগ শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেয় আদালত।
প্রসঙ্গত চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেয়ার কড়া বার্তা দেন তিনি। সম্প্রতি ভারতজুড়ে অবৈধ বাংলাদেশিদের আটক ও পুশব্যাক ইস্যুতে বিরোধীদের সমালোচনার মধ্যেই মোদির এমন বার্তা ও তামিলনাড়ুর আদালতের রায় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কেএন/টিকে