জাপানে ২০ জুলাই অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ উপরের সংসদের নির্বাচন। যেখানে মূল্যস্ফীতি ও অভিবাসন নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়িয়েছে।
৬০ বছর বয়সী উপন্যাসিক কাওরু কাওয়াই বলেন, ‘এলডিপি সরকার কিছুই সমাধান করতে পারেনি। এটা আবের সময় থেকেই চলেছে, কিন্তু এখন সীমায় পৌঁছেছে।‘
এবারের নির্বাচনে সংসদের ২৪৮টির মধ্যে অর্ধেক আসন নিয়েই ভোট হয়েছে। জনমত জরিপ বলছে, এলডিপি ও এর মিত্র কোমেইতো দল ৫০ আসন পেতে ব্যর্থ হতে পারে, যা সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা তৈরি করেছে।
ডানপন্থী সানসেইতোসহ ছোট দলগুলো কর হ্রাস ও অভিবাসন রোধের অঙ্গীকারে জনপ্রিয়তা পাচ্ছে। ভোটগ্রহণ শেষ হয়েছে রাত ৮টায়, এবং এক্সিট পোল থেকে প্রাথমিক ফলাফলের ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে গণমাধ্যম।
টিকে/