রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এনসিপির নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এ দুই জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা অংশ নেয়ার কথা ছিল।
সোমবার (২১ জুলাই) বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনসিপির সোমবারের নোয়াখালী এবং লক্ষ্মীপুরের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। নেতারা আজকে নোয়াখালীতেই অবস্থান করবেন। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকায় ফিরছেন।
এদিকে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। এ সময় আহতদের পাশে বাংলাদেশের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
টিকে/