বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের পরিবারের সদস্যদের বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় আনা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ১৮ মিনিটে রাজশাহী হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে বিশেষ ওই বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা ৬টার দিকে তারা ঢাকায় এসে পৌঁছান।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ এয়ারক্রাপ্ট বিমানে তৌকির ইসলামের পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়া হয়।
এর আগে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের পরিবারের কাছে খবর আসে দুর্ঘটনার।
এরপরে পরিবারের সদস্যরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেন। তারা রাজশাহী বিমানবন্দরে আসলে বিশেষ বিমানে তৌকিরের বাবা-মা, তার স্ত্রী আকশা আহম্মেদ নিঝুম এবং বোন সৃষ্টি খাতুন ও তার স্বামী ডা. তুহিন ইসলাম ঢাকায় রওনা হন।
গাড়িচালক আলী হাসান বলেন, বিকেল ৫টা ১৮ মিনিটে রাজশাহী হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে যাত্রা করেন স্যারসহ কয়েকজন। তারা হাসপাতালে পৌঁছে গেছেন। সেখানে স্বজনরা রয়েছেন।
এ বিষয়ে রাজশাহী হজরত শাহ মখদুম বিমানবন্দরে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ এয়ারক্রাফট বিমানে পাইলট তৌকিরের পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে যায়। বিমানে পরিবারের চার থেকে পাঁচজন সদস্য রাজশাহী থেকে বিমানে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এফপি/এসএন