ঢাকায় বিমান দুর্ঘটনায় চীন-জাপান-ভারতসহ যেসব দেশ শোক জানিয়েছে

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানিতে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত জাপান, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সুইডেন, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ শোক প্রকাশ করেছে।

সোমবার (২১ জুলাই) পৃথক পৃথক বার্তায় বিদেশি বন্ধুরা শোক প্রকাশ করেন।

এদিন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ অ্যান্ড সেন্ট্রাল অ্যাফেয়ার্স এক শোক বার্তায় বলেছে, উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে সব ধরণের সহায়তা দিতে দেশটির প্রস্তুতির কথা জানিয়েছেন। মোদি এক্স হ্যান্ডেলে করা পোস্টে বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

উত্তরার ঘটনায় শোক জানিয়েছেন পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক শোকবার্তায় শেহবাজ শরীফ বলেছন, ঢাকায় মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় প্রাণহানির ক্ষতি‌তে গভীরভাবে দুঃখ প্রকাশ কর‌ছি। আমার হৃদয় নিংড়ানো সমবেদনা বাংলাদেশের মানু‌ষের জন্য বিশেষ ক‌রে ক্ষতিগ্রস্থদের পরিবার; তাদের ম‌ধ্যে ছোট বাচ্চা র‌য়ে‌ছে। এই ক‌ঠিন সম‌য়ে পাকিস্তান সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি পোষণ কর‌ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কষ্টদায়ক এই সময়ে বাংলাদেশের সরকার, নেতৃত্ব এবং জনগণের জন্য আমার গভীর সমবেদনা।

এক শোকবার্তায় ঢাকার চীনা দূতাবাস বলেছে, ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় চীনা দূতাবাস গভীরভাবে শোকাহত। চীনা দূতাবাস নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।

ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি ফেসবুকে বলেন, এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। একই সঙ্গে এই দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও যত্নশীল পদক্ষেপকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

নাওকি তাকাহাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, জাপান দূতাবাসের পক্ষ থেকে আমি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীরতম শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমাদের সমবেদনা শোকাহত পরিবার, বন্ধু এবং আহত সকলের প্রতি।

তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি প্রতিষ্ঠানটি জাইকার সঙ্গে মিলে ‘প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা’ আয়োজন করেছিল।

ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস ফেসবুকে জানিয়েছে, ঢাকায় একটি স্কুল ভবনের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। দুর্ঘটনার শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি রইল।

ঢাকার সুইডিশ দূতাবাস ফেসবুকে জানিয়েছে, ঢাকার একটি স্কুল ভবনে প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। এই দুঃখের মুহূর্তে, নিহতদের, তাদের পরিবারবর্গ এবং এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।

এক বিবৃতিতে ফেসবুকে ইইউ ঢাকা মিশন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক্সে বলেছেন, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল। জরুরি সেবায় নিযুক্তদের সঙ্গেও আমরা আছি।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Sep 16, 2025
img
মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে নৌবাহিনী Sep 16, 2025
img
চবিতে ‘হোস্টেল সংসদ’ নির্বাচনের ঘোষণা Sep 16, 2025
img
সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ Sep 16, 2025
img
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম Sep 16, 2025
img
দুই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা, খালি হাতে বিদায় নিল হংকং Sep 16, 2025
img
ভোজ্যতেল আমদানিতে ব্যয় বৃদ্ধি করল এনবিআর Sep 16, 2025
img
ইভ্যালি থেকে বেরিয়ে একই কৌশলে প্রতারণা, নারী গ্রেপ্তার Sep 16, 2025
img
এশিয়া কাপ জিতেনি বাংলাদেশ গুগোল করে নিশ্চিত হলেন ট্রট Sep 16, 2025
img
ড. ইউনূস ব্যর্থ হলে বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে : রাশেদ খান Sep 16, 2025
img
ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন Sep 16, 2025
img

মাসুদ সাঈদী

জনগণের ভালোবাসা অর্জন করুন, তাহলে নির্বাচন বর্জনের দরকার হবে না Sep 16, 2025
img
আরও ১ মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ Sep 16, 2025
img
আগস্টে ৪৯ মামলায় জড়িত ৩১১ দুর্নীতিবাজ Sep 15, 2025
img
১৫ কেজির কোরাল মাছ বিক্রি ১৮ হাজারে Sep 15, 2025
img
শ্রীলঙ্কার সামনে হংকংয়ের ১৫০ রানের চ্যালেঞ্জ Sep 15, 2025
img
নিকুঞ্জে নাগরিক জাগরণ: হারানো শান্তি ফিরে পাওয়ার গল্প Sep 15, 2025
img
সুপার ফোরে খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী কোচ Sep 15, 2025
img
ম্যাচের আগে বাংলাদেশের প্রশংসায় জনাথন ট্রট Sep 15, 2025
img
অসুস্থ অমিতাভকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন Sep 15, 2025