নগদের ‘লাখপতি ক্যাম্পেইন’ সেপ্টেম্বরে

গ্রাহকদের জন্য ‘লাখপতি ক্যাম্পেইন’নিয়ে এসেছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। ১ সেপ্টেম্বর থেকে এই ক্যাম্পেইন শুরু হবে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগদ গ্রাহকেরা প্রতি আড়াই হাজার টাকা বা তার বেশি ক্যাশ-ইন করে পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জিতে নিতে পারবেন। বিজয়ী গ্রাহকের প্রাপ্ত টাকা তার অ্যাকাউন্টে ৭২ ঘণ্টা পর পৌঁছে যাবে।

নগদ এর নতুন এ কর্মসূচি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য গ্রাহকেরা নগদের গ্রাহক সেবা নম্বরে (০৯৬০৯৬১৬১৬৭ বা ১৬১৬৭) যোগাযোগ করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে নগদ-এর ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে।

গ্রাহক নিবন্ধনে ঝামেলাহীন প্রক্রিয়া নিশ্চিত করতে চলতি বছরের ২৬ মার্চ থেকে ডিজিটাল কেওয়াইসি নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে নগদ। এ প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রাহককে নগদ উদ্যোক্তার কাছে জাতীয় পরিচয়পত্র ও সিমসহ মোবাইল ফোন নিয়ে আসতে হবে। গ্রাহকের ছবি ও পরিচয়পত্রের তথ্য নির্বাচন কমিশনের ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কেওয়াইসি আবেদনপত্রের নির্দিষ্ট ঘর স্বয়ংক্রিয় স্ক্যানিং প্রক্রিয়ায় পরিচয়পত্রের তথ্য থেকে পূরণ হবে। এ ক্ষেত্রে প্রত্যেক গ্রাহকের জন্য এ প্রক্রিয়া শেষ হবে দুই মিনিটেরও কম সময়ে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: