আলপা কম্পোজিটের ৩ কোটি ৭৬ লাখ টাকার ভ্যাট ফাঁকি

ভুয়া রপ্তানি বিল দেখিয়ে ৩ কোটি ৭৬ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত টেরিটাওয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান আলপা কম্পোজিট টাওয়েল লিমিটেড।

বৃহস্পতিবার ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ ফাঁকি দেয়া ভ্যাটের টাকা পরিশোধ করতে প্রতিষ্ঠান বরাবর নোটিশ পাঠিয়েছে। খবর বাসসের।

জানা গেছে, আলপা কম্পোজিট ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত ৭ হাজার ১৬৭ মেট্রিক টন পণ্য (টেরি টাওয়েল) রপ্তানি দেখিয়ে শূন্য হারে ভ্যাট চালান ইস্যু করে। কিন্তু এসব পণ্য প্রকৃত অর্থে রপ্তানি হয়নি বরং তারই অন্য সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার ড. মইনুল খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাটের একটি দল কারখানা থেকে কাগজপত্র জব্দ করে। জব্দকৃত কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় এসব পণ্য রপ্তানি হয়নি। এসব পণ্য তারই অন্য সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।’

প্রাথমিক তদন্তে দেখা যায় পণ্যের উপর প্রযোজ্য ভ্যাট পরিহারের উদ্দেশ্যে শূন্য হারে ভ্যাট চালান ইস্যু করা হয়েছে। এছাড়া তারা রপ্তানির স্বপক্ষে কোন প্রমাণও দেখাতে পারেনি। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির কাছে দাবিনামার নোটিশ পাঠানো হয়েছে- বলেন তিনি।

ভ্যাট কমিশনার আরও জানান, ১৯৯১ সালের ভ্যাট আইনের ধারা ৫৫(৩) অনুসারে এই চূড়ান্ত দাবিনামা জারি করা হয়। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এই ভ্যাটের টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছে।

ফাঁকিকৃত ভ্যাট আদায়ের পাশাপাশি প্রদেয় সময় থেকে মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত হিসেবে সুদও সরকারি কোষাগারে জমা দিতে হবে প্রতিষ্ঠানটিকে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024