ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

ভরা মৌসুমে ‘মাছের রাজা’ ইলিশ চড়া দামে বিক্রি হওয়ায় সাধারণ ক্রেতারা অস্বস্তিতে পড়েছে। পদ্মা-মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়া ইলিশে স্থানীয় বাজারে সরবরাহ বেরেছে। কিন্তু সেই মাছ রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে।

রাজধানীর যাত্রাবাড়ী ঘুরে দেখা গেছে, সেখানেই গলদ। পাইকারি দামও হাকা হচ্ছে একটু বেশি। তবে প্রায় ১০ দিন আগে এই পাইকারি মাছের দাম ছিল খুব কম। আর এই মাছগুলোই রাজধানীর বিভিন্ন বাজারে যাচ্ছে। তবে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দামে সাশ্রয়ী না হওয়ায় ইলিশের স্বাদ নিতে পারছেন না সব শ্রেণির ক্রেতা। তাই ভরা মৌসুমেও ইলিশের দাম না কমায় অনেকটা হতাশ সাধারণ ক্রেতারা।

তবে গেন্ডারিয়ার ধুপখোলা বাজারের বিক্রেতাদের দাবি, অন্য বছরের তুলনায় এবার ইলিশ কম ধরা পড়ছে, তাই বাজারেও কম আসছে। সরবরাহ বাড়লে দাম কমবে বলে জানান তারা। তবে বাজারে ইলিশের আগমনে অন্য সব মাছের দাম কিছুটা নিম্নমুখী। আবার কোনো কোনো মাছের বিক্রির পরিমাণ কমিয়ে দিয়েছে ইলিশ। সব মাছের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারে এক কেজি থেকে ১১০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি হালি ৩ থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। যেগুলো দুই সপ্তাহ আগে সাড়ে ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২ কেজি ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি করতে দেখা গেছে ১৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে যা এর আগে বিক্রি হয়েছে ২৫০০ থেকে ২৮০০ টাকার মধ্যে। আড়াই থেকে ৩ কেজি ওজনের ইলিশ প্রতিকেজি ২৮০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, যা এর আগে ৩৫০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে বড় ইলিশের সরবরাহ কম।

আর বাজারে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে, ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে। ৬০০ গ্রাম সাইজের প্রতি হালি ইলিশ বিক্রি করতে দেখা গেছে ১২০০ টাকায়। প্রতি তিন পিসে কেজি এমন ইলিশ প্রতিকেজি সাড়ে ৩০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, ছোট জাটকা প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

 

টাইমস/টিআর/এসআই

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024