আদালতে জামিন নিতে গিয়ে শিবিরের তোপের মুখে গ্রেফতার আ.লীগের দুই নেতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অন্য আরেকটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন এবং সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি গোলাম রাব্বানী।

বুধবার (২৩ জুলাই) দুপুরে পুলিশি নিরাপত্তায় আদালত থেকে বের হওয়ার সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এই সময় তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়।

আইনজীবী, প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে সংঘটিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমীন ও গোলাম রাব্বানী। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার তারা জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত ২৮ জুলাই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন। 

এদিকে দুই আওয়ামী লীগ নেতার আসার খবর পেয়ে দুপুর ১২টা থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সোয়া ১২টার দিকে দোতলায় জেলা জজ আদালতের বারান্দায় ‘ভুয়া ভুয়া’, ‘আসামিদের ফাঁসি চাই’, ‘শিবিরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘জামায়াতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়া হয়। সেখানে আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীর এক সমর্থককে মারধরের ঘটনা ঘটে। এ সময় আদালত মুলতবি রেখে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এজলাস থেকে উঠে খাস কামরায় চলে যান। পরে পুলিশ আদালতের বারান্দা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে আদালতের বিচারক আবেদনের বিষয়ে আদেশ দেন। আদালত থেকে বের হওয়ার সময় আদালতের প্রাঙ্গণে শিবিরের কর্মীরা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। পুলিশ তাদের দুজনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আবদুল আজিজ বলেন, ঘটনাটি শিবিরের সাংগঠনিক সিদ্ধান্তে সংঘটিত হয়নি। ২০১৫ সালে ছাত্রশিবিরের নেতা তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। আবেগ থেকে ক্ষোভ থেকে কর্মী–সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন।

জেলা জজ আদালতের বারান্দায় ও আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং আদালতকে প্রভাবিত করার একটি অপতৎপরতা বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মো. গোলাম কবির।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, গত ৫ আগস্ট আদালতের মালখানা লুটের মামলায় রুহুল আমীন ও গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যান র‌্যাব সদস্যরা। পরে র‌্যাবের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র‌্যাব। ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাবের তৎকালীন মহাপরিচালক, সাবেক সংসদ আব্দুল ওদুদ, র‌্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়। ওই মামলায় যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি গোলাম রাব্বানী ও রহুল আমীন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সেলেনা গোমেজের নতুন গান ‘সিঙ্গেল সুন’ আসছে শিগগিরই! Sep 15, 2025
img
ভিসি স্যারের প্রতি আমার সম্মান বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে: সাহস Sep 15, 2025
img
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘দৃষ্টিকটু’ পোশাক, ক্ষোভ প্রকাশ করলেন মুক্তি Sep 15, 2025
img
সাকিবের পরিবর্তে দলে যুক্ত হলেন স্কটল্যান্ডের কারি! Sep 15, 2025
img
প্রচলিত ধারার বাইরে গিয়ে সিনেমা শেখাতে চান আমির Sep 15, 2025
img
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর Sep 15, 2025
img
মধ্যপ্রাচ্যে যাচ্ছে ১১ হাজার টন ইলিশ Sep 15, 2025
img
আওয়ামী লীগ আর হিন্দুস্তান একই পথের সাথী: জয়নুল আবদিন ফারুক Sep 15, 2025
“মানুষ সচেতন না হলে, পাসপোর্ট অফিসের দালাল থামবে না!” Sep 15, 2025
img
আপেলের সঙ্গে কমলার তুলনা, ‘সাইয়ারা’ প্রসঙ্গে আমিশা পাটেল Sep 15, 2025
img
পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন Sep 15, 2025
img
আ. লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস Sep 15, 2025
img
শপথ নিলেন নেপালে সুশীলা কার্কির ৩ মন্ত্রী Sep 15, 2025
img
আজানের শব্দে কবর থেকে নড়ে উঠলো নবজাতক, পরিবার পলাতক Sep 15, 2025
img
ইতালিতে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হন সোহা আলি খান Sep 15, 2025
নবুওয়াতের আগে নবীজির ব্যক্তিত্ব | ইসলামিক জ্ঞান Sep 15, 2025
নবীজির বিয়ের ঘটনা | ইসলামিক জ্ঞান Sep 15, 2025
এবার আইটেম গানে ধরা দেবেন সামিরা খান মাহি Sep 15, 2025
পাকিস্তানের দিকে ফিরেও তাকালেন না ভারতীয় ক্রিকেটাররা Sep 15, 2025
'এয়ার এস্ট্রায় যাত্রীর তিক্ত অভিজ্ঞতা Sep 15, 2025