আদালতে জামিন নিতে গিয়ে শিবিরের তোপের মুখে গ্রেফতার আ.লীগের দুই নেতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অন্য আরেকটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন এবং সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি গোলাম রাব্বানী।

বুধবার (২৩ জুলাই) দুপুরে পুলিশি নিরাপত্তায় আদালত থেকে বের হওয়ার সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এই সময় তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়।

আইনজীবী, প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে সংঘটিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমীন ও গোলাম রাব্বানী। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার তারা জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত ২৮ জুলাই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন। 

এদিকে দুই আওয়ামী লীগ নেতার আসার খবর পেয়ে দুপুর ১২টা থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সোয়া ১২টার দিকে দোতলায় জেলা জজ আদালতের বারান্দায় ‘ভুয়া ভুয়া’, ‘আসামিদের ফাঁসি চাই’, ‘শিবিরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘জামায়াতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়া হয়। সেখানে আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীর এক সমর্থককে মারধরের ঘটনা ঘটে। এ সময় আদালত মুলতবি রেখে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এজলাস থেকে উঠে খাস কামরায় চলে যান। পরে পুলিশ আদালতের বারান্দা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে আদালতের বিচারক আবেদনের বিষয়ে আদেশ দেন। আদালত থেকে বের হওয়ার সময় আদালতের প্রাঙ্গণে শিবিরের কর্মীরা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। পুলিশ তাদের দুজনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আবদুল আজিজ বলেন, ঘটনাটি শিবিরের সাংগঠনিক সিদ্ধান্তে সংঘটিত হয়নি। ২০১৫ সালে ছাত্রশিবিরের নেতা তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। আবেগ থেকে ক্ষোভ থেকে কর্মী–সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন।

জেলা জজ আদালতের বারান্দায় ও আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং আদালতকে প্রভাবিত করার একটি অপতৎপরতা বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মো. গোলাম কবির।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, গত ৫ আগস্ট আদালতের মালখানা লুটের মামলায় রুহুল আমীন ও গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যান র‌্যাব সদস্যরা। পরে র‌্যাবের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র‌্যাব। ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাবের তৎকালীন মহাপরিচালক, সাবেক সংসদ আব্দুল ওদুদ, র‌্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়। ওই মামলায় যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি গোলাম রাব্বানী ও রহুল আমীন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
তর্কে জড়ালেন মঞ্জুরুল মুন্সী ও হাসনাত আবদুল্লাহর সমর্থকরা Jan 03, 2026
img
সাকিব ঝড়ে আবুধাবিকে উড়িয়ে আইএল টি-টোয়েন্টির ফাইনালে এমিরেটস Jan 03, 2026
img
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ Jan 03, 2026
img
নিহত বিএনপি নেতার ছেলেকে ফোন করে তারেক রহমানের বার্তা Jan 03, 2026
img
নাটোর-নওগাঁ মহাসড়কে অগ্নিসংযোগ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার Jan 03, 2026
img

জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত নেতা হামিদুর

প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয় Jan 03, 2026
img
নতুন ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়নে মাঠে নামছে ডিএসসিসি Jan 03, 2026
img
অতিরিক্ত বিমান ভাড়া রোধে সরকারী অধ্যাদেশ জারি Jan 03, 2026
img
প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত Jan 03, 2026
img
আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত Jan 02, 2026
img
টেইলর-ক্রেমারকে নিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা Jan 02, 2026
img
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের আহ্বান প্রধান উপদেষ্টার Jan 02, 2026
img
রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদুল্লাহ Jan 02, 2026
img
আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের Jan 02, 2026
img
টেসলাকে পেছনে ফেলে ইভি বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি Jan 02, 2026
img
আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা Jan 02, 2026
img
টাইব্রেকারে নাটকীয় জয়ে জাতীয় কাবাডির ফাইনালে আনসার Jan 02, 2026
img
নির্বাচনে অংশ নিচ্ছে না ইসলামী গণতান্ত্রিক পার্টি Jan 02, 2026
img
জকসু নির্বাচন বন্ধের জন্য নানা চক্রান্ত চলছে: নুরুল ইসলাম সাদ্দাম Jan 02, 2026
img
‘হ্যাঁ’ ভোট দিলে কী সুবিধা পাবেন, ‘না’ দিলে কী হারাবেন? Jan 02, 2026