৭১ নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা করুক : টুকু

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে আগে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, জামায়াত তারপর অন্য দলের সমালোচনা করুক।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আকতারের পরিবারকে সহমর্মিতা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন টুকু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তুরাগ থানাধীন নয়ানগর রফিক মোল্লার বাড়ি জামে মসজিদ এলাকায় নিহত সারিয়া আকতারের বাসায় যান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘বিএনপি অতীতে সরকারে থেকেছে, কাজ করেছে। আজকে অর্থনৈতিক যা কিছু অবকাঠামো দাঁড়িয়ে আছে, এটা জিয়াউর রহমান শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া এটাকে এগিয়ে নিয়ে গেছেন। সমীক্ষায় দেখা গেছে, বেগম জিয়ার আমলে দেশে সবচেয়ে বেশি শিল্পায়ন হয়েছিল। সুতরাং জামায়াতে ইসলামী কী বললো, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। জামায়াত একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যে অপকর্ম করেছিল, তার জন্য জনগণের কাছে আগে ক্ষমা চাক, তারপর অন্য দলের সমালোচনা করুক।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। শুধু তাই নয়- আল বদর, আল শামস বাহিনী গঠন করে দেশের মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং জামায়াত কী বললো, না বললো- এটা বিএনপির কাছে বিবেচ্য নয়। বিএনপির কাছে এখন বিবেচ্য, বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হরণ হয়ে গিয়েছিল, সেটা ফিরিয়ে আনা। মানুষ যাকে পছন্দ করবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করে নিজেদের পছন্দমত সরকার প্রতিষ্ঠা করবে-এটাই বিএনপির চাওয়া।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশে গত কিছুদিন ধরে যেসব ঘটনা ঘটছে, দেশবাসী মনে করে- সেগুলো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। দুর্ঘটনা এ দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে মানুষ পুড়ে মারা গেছে। বিমান দুর্ঘটনা হয়েছে। কিন্তু মিছিল করে সচিবালয় আক্রমণ করা দেখিনি। তারপর দেখলাম, পতিত শক্তি যারা চলে গেছে, তাদের স্লোগান হয়েছে। তাতে বুঝা যায়, কারা এসব করছে। নির্বাচন যত দেরি হবে, ততই ঘোলা পানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধার হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে একটি নির্বাচন হবে, সেটা আগামী ফেব্রুয়ারিতেই হবে বলে আমরা জানি। তবে কিছু চক্র তো আছে, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। যারা চায় না, বাংলাদেশ আবার গণতন্ত্রের ধারায় ফেরত আসুক, তারা এইসব বিষয়কে ইস্যু করে নানান রকমের সমস্যা সৃষ্টি করবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল।

নির্বাচন করার দল, নির্বাচনমুখী দল। আমরা মনে করি, এসব কিছুকে উত্তোরণ করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব এবং ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। কিছু লোক সংঘাত তৈরি করার চেষ্টা করছে। আমি মনে করি, এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়েছে। সুতরাং নির্বাচনের সাথে এটার (বিমান দুর্ঘটনা) কোনো সম্পর্ক নেই।’

টুকু আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি শহীদ পরিবারে যাচ্ছি, উনার পক্ষ থেকে সমাবেদনা জানাচ্ছি। শহীদ সারিয়া আকতারের পরিবারের সঙ্গে দেখা করেছি, সান্ত্বনা দিয়েছি। এই করুণ দৃশ্য তো দেখার মতো না। এটা কারো জন্যই কাম্য না। যে ফুল এখনো ঠিকভাবে ফোটেইনি, সেই ফুলটা দুর্ঘটনায় শেষ হয়ে গেল।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘যে নিষ্পাপ ফুলগুলো চলে গেছে, সেগুলো তো আর ফেরত আনা যাবে না। তবে আল্লাহতায়ালার কাছে দোয়া করি, আলাহ যেন তাদেরকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে রাখেন। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের কাজ সরকার করছে, আমাদের কাজ আমরা করছি। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষে যতটুকু করা সম্ভব, নিশ্চয় তারা সেটা করছেন। যাদের বাচ্চা চলে গেছে, সেটা তো আর ফিরে আসবে না। এখন সরকার যদি সেই পরিবারগুলোকে কোনো অনুদান দেয়, সেটা সরকারের ওপর নির্ভর করবে।’

এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ শুরু Jul 26, 2025
img
যে সরকারই আসুক কোরআনবিরোধী আইন করতে চাইলে মানুষ মেনে নেবে না : ধর্ম উপদেষ্টা Jul 26, 2025
img
শেখ হাসিনার দুঃশাসন অবসানের সূত্রপাত করেছে বিএনপি : হাফিজ উদ্দিন Jul 26, 2025
img
কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা : মোস্তফা জামাল Jul 26, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগ ‘আখ্যা’ দিয়ে ঢাবি ছাত্রদল কর্মীকে হয়রানির অভিযোগ Jul 26, 2025
img
জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জামায়াত আমিরের Jul 26, 2025
img
এক ফ্রেমে সৃজিত-সুস্মিতা, প্রেম না বন্ধুত্ব? Jul 26, 2025
img
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করল যুক্তরাষ্ট্র Jul 26, 2025
img
ঘোমটার ভুলে বউ বদল? আসছে ‘কনে দেখা আলো’ Jul 26, 2025
img
আমাদের মূর্খ বলা হয়েছে, কিন্তু আমি দস্তখত করতে জানি: চরমোনাই পীর Jul 26, 2025
img
ভারত থেকে গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশ-ইন : স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 26, 2025
img
পথেই বগি ফেলে চলে গেল কক্সবাজার এক্সপ্রেস Jul 26, 2025
img
চিত্রনাট্য নিয়ে রাতভর প্রস্তুতি শুরু শুভশ্রীর Jul 26, 2025
img
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ ওমরাহযাত্রী Jul 26, 2025
থাইল্যান্ড-কাম্বোডিয়া উত্তেজনায় শান্তির ডাক Jul 26, 2025
মোহাম্মদপুর ও পুশব্যাক ইস্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 26, 2025
img
আয় বাড়াতে আরও ৩ জাহাজ কিনছে সরকার : সাখাওয়াত হোসেন Jul 26, 2025
img
ক্ষমা চেয়েও রেহাই মিলছে না, আবারও বিতর্কের মুখে সুনীল শেট্টি Jul 26, 2025
img
দেশি-বিদেশি গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে : আখতার Jul 26, 2025
img
উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে : মেজর হাফিজ Jul 26, 2025