আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে দলীয় প্রার্থী হিসেবে নাজমুল হাসানের নাম ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ।
শুক্রবার (২৫ জুলাই) কুমিল্লা জেলা শাখার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে কুমিল্লা-২ (হোমনা, মেঘনা) আসনে গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী ঘোষণা করেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
এ সমাবেশে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, নাজমুল হাসান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠক। একাধিকবার তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য নিয়ে কথা বলতে গিয়ে দীর্ঘ ৬ মাস (১৮৩ দিন) কারাবরণ করেন। ২০২২ সালে শহীদ আবরার ফাহাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে আবারও গ্রেপ্তার হয়ে ২ মাস কারাবরণ করেন। বর্তমানে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব প্রদান করেন আন্দোলন চলাকালেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
এ বিষয়ে নাজমুল হাসান বলেন, সর্বোচ্চ চেষ্টা করবো, সফলতার মালিক রাব্বুল আ’লামীন। মানুষ এখন সৃষ্টিশীল রাজনীতি চায়, পুরনো দুই দলের ক্ষমতা ও আয় কেন্দ্রিক রাজনীতি আর চায় না। জনগণের অধিকার, স্বচ্ছ রাজনীতি, তরুণদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার। সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লা-২ থেকে পরিবর্তনের পথে নিতে চাই।
এমআর