বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নাই। আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল। এনসিপি হলো আমাদের ছেলে-নাতিদের বয়সী। তাদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই আমাদের বন্ধু।
রোববার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাইদ জীবন দিয়েছেন, আমরা মনে করেছিলাম এ অন্তর্বর্তীকালীন সরকার এসে সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে। কিন্তু তারা নির্বাচন দিতে শুধু গড়িমসি করে।
হাফিজ উদ্দিন সমালোচনা করে বলেন, এক ধরনের দল আছে হোন্ডা পার্টি, সিএনজি পার্টি, তিনজন বসতে পারে। তারা এসে ভাষণ দেয়, সংস্কারের কথা বলে। তারা নানা রকমের বুদ্ধি দেয়। উপদেষ্টাদের কেউ কেউ মনে করেন উপদেষ্টায় অনেক আরাম। সবকিছু ফ্রি। আবার টাকা-পয়সা বানাতে চাইলে সেই সুযোগও আছে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ ও দলের প্রতি আনুগত্য থাকেন ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। জিয়াউর রহমানের স্বপ্ন স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্যে আমরা সর্বশক্তি নিয়োগ করবো।
সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলার সমন্বয়ক আবু নাছের রহমত উল্যাহ।
তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় নেতারা।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের মতামতের ভিত্তিতে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি ও ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়ছে।
ইউটি/এসএন