অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেছেন, নির্বাচন না দিয়ে আইয়ূব খানও পারেনি। ইয়াহিয়া খান শেষ হয়ে গেছে, মুজিব খা পারেনি। যিনি ছিলেন বঙ্গবন্ধু, তিনি শেষে হলেন ফ্যাসিস্ট। এটা কেমন করে হলেন, কীভাবে হলেন, এটা ভাবতে হবে।
একটি প্রশ্নেই মুজিব জনগণ থেকে সরে গেলেন। সেটা হলো নির্বাচন প্রশ্ন। কারণ উনি নির্বাচন করেননি। নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেননি।
সেজন্য তাকে ধ্বংস হতে হয়েছে। এখান থেকে এই সরকার শিক্ষা নেবে না? যত দ্রত সম্ভব ক্ষমতা ছেড়ে দেওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি মনে করি সব বিষয়গুলোকে সরকার এড্রেস করুক। সরকার ভাবুক। এটা শুধু একটা মুদি দোকান খুলে বেচাকেনার সরকার হলে হবে না।
আলমগীর কবির বলেন, ক্ষমতা হস্তান্তর খুব গুরুত্বপূর্ণ। একটা পয়েন্টে খালেদা জিয়া এই জাতির ইতিহাসে শ্রেষ্ঠ। মুসলিম লীগ পারেনি, আইয়ূব খান, ইয়াহিয়া খান, শেখ মুজিব, এরশাদ, কেউই পারেনি।
এমনকি জিয়াও পারেনি শান্তিপূর্ণ পথে ও নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে। কেবল মাত্র খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি একটা নির্বাচনের মাধ্যমে, যে নির্বানকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। ওই নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাস্তাবায়ন করেছেন এবং নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করেছেন। উনি জোর করে ক্ষমতায় থাকেননি।
কেএন/টিকে