জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আজ যারা নির্বাচন নির্বাচন করছেন তাদের বলি, হাসিনা ক্ষমতায় থাকলে আপনাদের নির্বাচনের জন্য আরও ৪ বছর অপেক্ষা করতে হতো। সংস্কার না হওয়া পর্যন্ত এ দেশে নির্বাচন হবে না।
সোমবার (২৮ জুলাই) দুপুরে পদযাত্রা শেষে জামালপুর পৌর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের পরে সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার ও বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারণ বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আমাদের গণঅভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাতে বাংলাদেশে কখনই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন-বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই, নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।
তিনি বলেন, সমগ্র বাংলাদেশে ঐকমত্য কমিশন সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করেছে।
জাতীয় সংসদকে দুভাগে ভাগ করতে হবে জানিয়ে নাহিদ বলেন, ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। যাতে করে একটি জবাবদিহিতামূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। শুধু প্রধানমন্ত্রীর কাছে একক ক্ষমতা থাকবে না। সরকারে যারা থাকবেন তাদের কাছেও ক্ষমতা থাকবে। সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষ এখনও ঐকমত্য হয়নি। ফলে জুলাই সনদ এখনও আটকে রয়েছে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব লুৎফর রহমানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা-উপজেলা শাখার নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য দেন। কর্মসূচি শেষে দুপুর দেড়টার দিকে নেতারা ময়মনসিংহের উদ্দেশে রওনা হন।
এর আগে সকালে জেলা পরিষদ ডাকবাংলোয় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহরের হরিজন সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে ডাকপাড়া এলাকায় জামিয়া ইনআমিয়া ইসলামী কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। পরে শহরের তমালতলা এলাকায় থেকে পদযাত্রায় নেতৃত্ব দেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা করছে।