শারীরিক অসুস্থতা সত্ত্বেও ময়মনসিংহে ‘দেশ গড়ো’ কর্মসূচির পদযাত্রা ও পথসভায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার ও সোমবার এনসিপির কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ বিভাগের চার জেলায় কর্মসূচি সম্পন্ন করেন।
সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে পথসভায় বক্তব্য শেষে তিনি জ্বর, কাশি ও বমির উপসর্গে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল ত্যাগ করেন।
হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ জ্বর, সর্দি, কাশি ও বমি নিয়ে হাসপাতালে এসেছিলেন। পরীক্ষায় তার সব রিপোর্ট স্বাভাবিক পাওয়া গেছে। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেন।’
তিনি আরও বলেন, ‘টানা বক্তৃতার কারণে তার গলায় চাপ পড়েছিল। ফলে কথা বলতে কষ্ট হচ্ছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন।’ তাকে চিকিৎসা দেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. জহির মো. শরীফ।
স্থানীয় এনসিপি নেতারা জানান, কয়েকদিন ধরেই হাসনাত আব্দুল্লাহ জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন। এ কারণে নেত্রকোনার পথসভায় তিনি বক্তব্য দেননি। শেরপুরের সভায় শুরুতে মঞ্চ ত্যাগ করলেও, জনতার অনুরোধে পরে ফিরে এসে বক্তব্য দেন।