জুলাই-অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা চাঁদাবাজিতে জড়িয়েছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
সোমবার (২৮ জুলাই) বিকালে নগরের নাসিমন ভবন দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিমুর রহমান বলেন, ‘জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের আত্মত্যাগকে পুঁজি করে একটি মহল নিজেদের আখের গোছাতে ব্যস্ত। গণমানুষের আত্মত্যাগকে ভাঙিয়ে আর্থিক ফায়দা লোটার চেষ্টা চলছে। যারা এসব করছে, তারা যেনতেনভাবে ছাত্র প্রতিনিধি বানিয়ে সরকারের অংশীদার হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘চট্টগ্রামের রাজপথে যারা জীবন দিয়েছে, যারা লড়েছে, তাদের আদর্শের প্রতি দায়বদ্ধতা না রেখে কোনো চাঁদাবাজ বা সুবিধাবাদী নামধারী বিপ্লবীর রাজনীতিতে স্থান নেই। আমরা শোষণমুক্ত, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্যই রাজনীতি করি। জুলাই বিপ্লব আমাদের সেই সংকল্পের নতুন দিগন্ত খুলে দিয়েছে।’
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন। এতে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।
সভায় জানানো হয়, জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ আগস্ট চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বরে বিজয় মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আগামী ২ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় নাসিমন ভবন কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
এমআর/টিকে