সংস্কার ও বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন হওয়ার পরই সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হতে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যারা এর আগে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা পরীক্ষিত। তারা আবার ক্ষমতায় গেলে নতুন করে কী ধরনের রাষ্ট্র আমাদের উপহার দেবে, তা বুঝতে আর বাকি নেই। নিজেদের মধ্যে চাঁদার ভাগ নিয়ে মারামারি, এমনকি খুনাখুনি করেছে। পাথর দিয়ে মানুষ হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘আজ দেশের সব ইসলামী দল এক কাতারে এসেছে। দেশপ্রেমিক অনেক মানুষ আছেন, যারা পরিবর্তন চান।’ এ সময় তিনি ঝিনাইদহ-৩ আসনে মাওলানা সরোয়ার হোসেন এবং ঝিনাইদহ-৪ আসনে মুফতি মুহাম্মদ আব্দুল জলিলকে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

গণসমাবেশের মূল উদ্দেশ্য ছিল প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদ।

চরমোনাই পীর বলেন, ‘বর্তমান সরকারের প্রতি আহ্বান, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সেই সঙ্গে টাকা পাচারকারী, খুনি, গুমকারী, জালিম, বদমায়েশ এবং গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এবং ঝিনাইদহ-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. এইচ এম মোমতাজুল করীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, শিল্প ও বাণিজ্য সাংগঠনিক সম্পাদক মাওলানা শোইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমাদ আব্দুল জলিল।

সমাবেশের উদ্বোধনী বক্তব্য দেন মাস্টার শরিফুল ইসলাম। এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মোহাম্মদ রাসেল উদ্দিন, মুফতি মোহাম্মদ আলী হুসাইন, মাওলানা হাসানুর রহমান এজাজী, মাওলানা কামাল উদ্দিন আল মাহমুদ, প্রভাষক আশরাফ আলী ফারুকী, মাওলানা এনামুল হক ফয়েজি, মুফতি মনিরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন খান, আলহাজ রায়হান উদ্দিন, আবু বকর সিদ্দিকী, মাওলানা নিজাম উদ্দিন মুন্সি, সাইফুর রহমান বাদল, মাওলানা গাজী ইয়াসিন আলী, ফারুক হোসেন, মুফতি মোহাম্মদ আরিফুর রহমান, এইচএম নাঈম মাহমুদ, ইসমাইল হোসেন রাহাত প্রমুখ।

আহ্বায়ক দলের সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল এবং বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতা।

সমাবেশ শুরুর পরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তবু বৃষ্টিকে উপেক্ষা করে নেতা-কর্মীরা ভিজে ভিজেই অংশগ্রহণ করেন এবং শেষ পর্যন্ত সমাবেশে উপস্থিত ছিলেন। আসরের নামাজের পর পীর সাহেব চরমোনাই সমাবেশে উপস্থিত হন। তখনও বৃষ্টি অব্যাহত ছিল।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সুনামির আঘাতে রাশিয়ার বন্দর অবকাঠামো এবং জাহাজ ক্ষতিগ্রস্ত Jul 30, 2025
img
কেটি পেরির প্রেমে মজেছেন জাস্টিন ট্রুডো! নেট দুনিয়ায় ঝড় Jul 30, 2025
img
হাওয়াই থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের Jul 30, 2025
img
এবার ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা Jul 30, 2025
img
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য এবার নিষিদ্ধ হচ্ছে ইউটিউব Jul 30, 2025
img
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে Jul 30, 2025
img
শেষ টেস্টে বুমরাহকে পাচ্ছে কি ভারত? Jul 30, 2025
img
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট Jul 30, 2025
img
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প : পেরু, ইকুয়েডর, চীনে সুনামি সতর্কতা Jul 30, 2025
img
ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত Jul 30, 2025
img
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধ্বংস করা হলো ৬০ কেজি আইস ললি ও আইসক্রিম, ২ প্রতিষ্ঠানকে জরিমানা Jul 30, 2025
img
অতীতের সব আইনমন্ত্রীই বিচার বিভাগের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে: আপিল বিভাগ Jul 30, 2025
img
কোহলিকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন, দাবি মঈন আলীর Jul 30, 2025
img
শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়ার হাতে ১০ দিন সময় আছে: ট্রাম্প Jul 30, 2025
img
চাঁদপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার Jul 30, 2025
img
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক দুই ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান Jul 30, 2025
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে তৃতীয় দফায় আলোচনা শুরু Jul 30, 2025
img
ব্যারিস্টার আরমানকে বন্দি রাখার বিষয়টি জানতাম : সাবেক আইজিপির জবানবন্দি Jul 30, 2025
img
আবু সাঈদ হত্যা মামলার আসামিপক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ Jul 30, 2025
img
কমছে তিস্তার পানি, নদীপাড়ে ফিরছে স্বস্তি Jul 30, 2025