শুল্কবিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দিল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কবিরোধ নিষ্পত্তির জন্য প্যাকেজ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গতকাল ওয়াশিংটনে দেশটির বাণিজ্য দপ্তরে (ইউএসটিআর) শুরু হওয়া তৃতীয় এবং চূড়ান্ত আলোচনার প্রথম দিনে এ প্রস্তাব দেওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। আজ দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই প্যাকেজের মধ্যে প্রধানত তিনটি স্তর রয়েছে-শুল্ক হার কমানো, প্রত্যাহার কিংবা বাস্তবায়ন পিছিয়ে দেওয়া। এই তিন উপায়ে সমাধান খুঁজছে বাংলাদেশ। এ ছাড়া সে দেশ থেকে ৭ লাখ টন গম আমদানি এবং ২৫টি বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, তেলবীজ, তুলা, বিভিন্ন সামরিক সরঞ্জাম, মেডিকেল ইকুইপমেন্ট, তরলীকৃত গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনা করা হচ্ছে। এদিকে দেশটির সঙ্গে শুধু এই রেসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্কের বিষয়ই নয়, এর সঙ্গে টিকফা চুক্তি, জিএসপি প্লাস সুবিধা পাওয়াসংক্রান্ত চুক্তির বিষয়ে আলোচনা করতে চায় বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্র চায় বাণিজ্য ও আন্তঃআঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আপাতত নন-ডিসক্লোজার চুক্তি। এই প্রস্তাব ও উদ্যোগ বাংলাদেশের প্যাকেজের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে ইউএসটিআরকে জানানো হয়েছে।

এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, তা থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন প্যাকেজ নিয়ে। আরও কী কী কেনা যেতে পারে, তাও প্যাকেজে রাখা হয়েছে।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তার সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

তারা মঙ্গল ও বুধবার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে বসবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে দেশটির ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।

কেএন/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সোনাক্ষী সিন্‌হার ‘গ্রেফতার’ বিজ্ঞাপন দেখে শত্রুঘ্নের তড়িঘড়ি ব্যবস্থা Nov 14, 2025
img
শিরোনাম উন্মোচনের আগে ভক্তদের কৌতূহল বাড়ালো মাধবনের পোস্ট Nov 14, 2025
img
যে পথ ভয় দেখায়, সেখানেই নিজের বদলে যাওয়া: রণবীর কাপুর Nov 14, 2025
img
ধর্মেন্দ্রর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করায় হাসপাতাল কর্মী গ্রেপ্তার Nov 14, 2025
img
কেন আলিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন না কাকা মুকেশ ভাট? Nov 14, 2025
img
মানুষ বদলায় না, মুখোশ পরে থাকে : সোনালী চৌধুরী Nov 14, 2025
img
কটকের বালি যাত্রা মেলায় শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা Nov 14, 2025
img
বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য Nov 14, 2025
img
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Nov 14, 2025
img
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলো : শিশির মনির Nov 14, 2025
img
নিজের সঙ্গেই নিজের তুলনা করো, অন্য কারও সঙ্গে নয়: আমিশা প্যাটেল Nov 14, 2025
img
সৌদি তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক Nov 14, 2025
img
খালেদা জিয়ার পক্ষে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু Nov 14, 2025
img
যুক্তরাষ্ট্রে নতুন করে কড়াকড়ি, অভিবাসীদের ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল Nov 14, 2025
img
আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি Nov 14, 2025
img
রাতে পার্টি দেয়ার চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হন ৩ কলেজ শিক্ষার্থী Nov 14, 2025
img
মাগুরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের Nov 14, 2025
img
ওসমান হাদিকে কল ও টেক্সটে হত্যার হুমকি Nov 14, 2025
img
কোটাসহ বেশ কিছু পরিবর্তন এনে স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ শিক্ষা মন্ত্রণালয়ের Nov 14, 2025
img
নিউমুরিং টার্মিনাল চুক্তি প্রক্রিয়ার রুল শুনানি ১৯ নভেম্বর Nov 14, 2025