ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমি আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না, ভারতেরই সরকার বলি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বে থাকা ব্যক্তিরা দেশের স্বার্থে নয়, বরং ভারতের স্বার্থে রাজনীতি করেছেন।
বুধবার (৩০ জুলাই) বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের জেলা শাখার উদ্যোগে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেজাউল করীম আরও বলেন, ‘আওয়ামী লীগ দশটি চুক্তি করেছে, কিন্তু সেগুলো সংসদে উত্থাপন করেনি। জনগণ কিছুই জানে না। সবকিছু ভারতের সুবিধার্থে করা হয়েছে। ট্রানজিটের নামে ভারতকে দেয়া হয়েছে করিডোর।’
তিনি জামায়াতে ইসলামীর কিছু নেতার সমালোচনা করে বলেন, ‘আপনারা (জামায়াত) বলছেন আমরা আওয়ামী লীগের গোলামী করছি। ক্ষমা চাইতে হবে, তারপর কথা হবে! এ কথাকে ধিক্কার জানাই।’
তিনি বিএনপিকেও ইসলামের বিষয়ে অস্পষ্ট অবস্থানের জন্য দায়ী করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. খায়রুজ্জামান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি এস. এম. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন দলের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় চরমোনাই পীর নড়াইল-১ আসনে মাওলানা আব্দুল আজিজ ও নড়াইল-২ আসনে অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামকে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
ইউটি/টিএ