খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুমেক হাসপাতালে করোনায় এবার মোট তিনজনের মৃত্যু হল।
মৃত রতিকান্ত ডাকুয়া (৮৫) খুলনা মহানগরীর খালিশপুরের গাবতলা এলাকার বাসিন্দা এবং হরিচরণ ডাকুয়ার ছেলে।
খুমেক হাসপাতালের আরএমও এবং করোনার ফোকাল পার্সন ডা: খান আহমেদ ইশতিয়াক বলেন, রতিকান্ত ডাকুয়া গত সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় হাসপাতালের আইসিইউ-১ এ তিনি মারা যান।
পিএ/এসএন