এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘তরুণরা রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ায় রাষ্ট্র বার বার দুর্বৃত্তের কবলে নিপতিত হয়েছে। তাই তরুণদের উচিত রাষ্ট্র পরিচালনার বিষয়ে জ্ঞানার্জন করা। তরুণরা রাজনীতি সচেতন হলে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে।’
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় ফেনীর স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে দুর্যোগকালে তরুণরা যেভাবে এগিয়ে আসে সেটি খুব আশাব্যঞ্জক। এ তরুণরা রাজনীতিকে অপছন্দ করে তাই তারা রাজনীতি থেকে দূরে থাকতে চায়। দুর্নীতিবাজ রাজনীতিবিদরা নামকাওয়াস্তে ত্রাণ তৎপরতা চালিয়ে স্বেচ্ছাসেবকদের খুশী রাখে।’
এবি পার্টির ফেনী জেলার আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহর সভাপতিত্বে ও সদস্যসচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফেনী পোর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্যসচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের, সদর উপজেলা সদস্যসচিব সাইদ খান, যুগ্ম সদস্যসচিব রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ, এবি যুবপার্টির ফেনী জেলা আহ্বায়ক শফি উল্যাহ পারভেজ, সদস্যসচিব এসএম ইব্রাহিম সোহাগ, নারী নেত্রী জোহরা আক্তার ডলি প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএন/এসএন