হবিগঞ্জের শাহজীবাজার পিডিবির গ্রিড সুইচিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জ জেলার বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, স্টেশনের সিটি বাল্ব ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
এমআর/টিএ