নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে নিজেকে আলাদা করে চিনিয়ে দিয়েছেন ম্রুণাল ঠাকুর। টেলিভিশন থেকে বলিউড, আবার সেখান থেকে দক্ষিণী সিনেমা—সবখানেই সমান তালে কাজ করে চলেছেন তিনি। তার ক্যারিয়ারে বৈচিত্র্যের এই যাত্রাপথই যেন এখন বলিউডের আলোচিত ট্রান্সফর্মেশন স্টোরিগুলোর একটি।
২০১৪ সালে ‘ভিটি দান্ডু’ সিনেমা দিয়ে তার অভিষেক হলেও, ২০১৮ সালের ‘লাভ সোনিয়া’ দিয়েই নজরে আসেন তিনি। এরপর ‘সুপার ৩০’, ‘বাটলা হাউস’, ‘তুফান’, ‘জার্সি’—প্রতিটি ছবিতেই নিজের অভিনয় দিয়ে আলাদা জায়গা করে নেন। তবে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘সীতা রামাম’ ছবিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই তেলেগু ছবিতে অভিনয়ের পর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় হয়ে ওঠেন ম্রুণাল।
এখন তার হাতে একের পর এক বড় বাজেটের ও ভিন্নধর্মী সিনেমা। সামনে মুক্তি পেতে চলেছে যেসব ছবি, তার মধ্যে উল্লেখযোগ্য—
অজয় দেবগণের সঙ্গে ‘সন অব সরদার ২’ (২০২৫)। এই সিনেমা আগের ছবির সিক্যুয়েল হলেও এবার গল্পে থাকবে আরও অ্যাকশন আর নাটকীয়তা।
আদিভি শেশের সঙ্গে ‘ডাকইত: অ্যা লাভ স্টোরি’ (২০২৫)। এই ছবিতে দেখা যাবে প্রেম আর অপরাধের জটিল সম্পর্ক।
ভারুণ ধাওয়ানের সঙ্গে ডেভিড ধাওয়ানের ‘হাই জোয়ানি তো ইশক হোনা হ্যায়’ (২০২৬)। এই রোমান্টিক কমেডি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
এছাড়া রয়েছে ‘যুগান্তর’, ‘তুম হো তো’, ‘পূজা মেরি জান’ এবং একটি কোডনেম প্রোজেক্ট ‘AA22xA6’—যা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি, কিন্তু নামের রহস্যই আপাতত আলোচনার কেন্দ্রে।
এত ব্যস্ততার মধ্যেও নিজের অভিনয় দক্ষতা, ভাষার দখল এবং পর্দায় এক্সপ্রেশন দিয়ে ম্রুণাল এখনকার অন্যতম জনপ্রিয় প্যান-ইন্ডিয়া নায়িকা হয়ে উঠেছেন। তাকে ঘিরে প্রযোজকদেরও প্রত্যাশার শেষ নেই।
এসএন