২০১৩ সালের রোমান্টিক ক্লাসিক ‘রাঞ্জনা’-তে ধনুশের অনবদ্য অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। তবে এই চরিত্রে প্রথম পছন্দ ছিলেন অন্য কেউ—বলিউড তারকা রণবীর কাপুর। এমন তথ্যই একবার প্রকাশ্যে এনেছিলেন ছবির পরিচালক আনন্দ এল রাই। তাঁর ভাষায়, “কুন্দন চরিত্রে এমন কাউকে চাচ্ছিলাম, যিনি সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পারেন। সেই জায়গায় রণবীর পুরোপুরি মানিয়ে যেতেন।”
কিন্তু সময়ের জটিলতার কারণে রণবীর এই ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেননি। আর সেই সুযোগে বলিউডে প্রথমবারের মতো পা রাখেন দক্ষিণের সুপারস্টার ধনুশ।
সোনম কাপুর আহুজার বিপরীতে ধনুশের আবেগঘন ও অনাড়ম্বর অভিনয় কুন্দন চরিত্রটিকে করে তোলে অনন্য। আজও অনেক দর্শকের কাছে এই চরিত্রে ধনুশের বাইরে কাউকে কল্পনা করাও কঠিন।
এবার দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করছেন আনন্দ এল রাই ও ধনুশ। আসছে নতুন সিনেমা ‘তেরে ইশ্ক মে’, যা ‘রাঞ্জনা’র ‘আধ্যাত্মিক সিক্যুয়েল’ হিসেবে বিবেচিত হচ্ছে। ছবিতে ধনুশের বিপরীতে থাকছেন কৃতি স্যানন। সংগীত পরিচালনায় এ আর রহমান, আর গান লিখেছেন ইর্শাদ কামিল।
২০২৫ সালের ২৮ নভেম্বর মুক্তি পেতে যাওয়া এই ছবি নিয়ে ইতোমধ্যেই বলিউডে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। প্রেম, হারানো, আবেগ ও আত্মদ্বন্দ্বের গল্প নিয়ে আবারও এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা দিতে প্রস্তুত ‘তেরে ইশ্ক মে’।‘রাঞ্জনা’তে ধনুশ নয়, প্রথম পছন্দ ছিলেন রণবীর!
২০১৩ সালের রোমান্টিক ক্লাসিক ‘রাঞ্জনা’-তে ধনুশের অনবদ্য অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। তবে এই চরিত্রে প্রথম পছন্দ ছিলেন অন্য কেউ—বলিউড তারকা রণবীর কাপুর। এমন তথ্যই একবার প্রকাশ্যে এনেছিলেন ছবির পরিচালক আনন্দ এল রাই। তাঁর ভাষায়, “কুন্দন চরিত্রে এমন কাউকে চাচ্ছিলাম, যিনি সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পারেন। সেই জায়গায় রণবীর পুরোপুরি মানিয়ে যেতেন।”
কিন্তু সময়ের জটিলতার কারণে রণবীর এই ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেননি। আর সেই সুযোগে বলিউডে প্রথমবারের মতো পা রাখেন দক্ষিণের সুপারস্টার ধনুশ।
সোনম কাপুর আহুজার বিপরীতে ধনুশের আবেগঘন ও অনাড়ম্বর অভিনয় কুন্দন চরিত্রটিকে করে তোলে অনন্য। আজও অনেক দর্শকের কাছে এই চরিত্রে ধনুশের বাইরে কাউকে কল্পনা করাও কঠিন।
এবার দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করছেন আনন্দ এল রাই ও ধনুশ। আসছে নতুন সিনেমা ‘তেরে ইশ্ক মে’, যা ‘রাঞ্জনা’র ‘আধ্যাত্মিক সিক্যুয়েল’ হিসেবে বিবেচিত হচ্ছে। ছবিতে ধনুশের বিপরীতে থাকছেন কৃতি স্যানন। সংগীত পরিচালনায় এ আর রহমান, আর গান লিখেছেন ইর্শাদ কামিল।
২০২৫ সালের ২৮ নভেম্বর মুক্তি পেতে যাওয়া এই ছবি নিয়ে ইতোমধ্যেই বলিউডে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। প্রেম, হারানো, আবেগ ও আত্মদ্বন্দ্বের গল্প নিয়ে আবারও এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা দিতে প্রস্তুত ‘তেরে ইশ্ক মে’।
ইউটি/টিএ