দক্ষিণ চীন সাগরের প্রায় ৩ হাজার ২০০ হেক্টরজুড়ে একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরি করেছে চীন। পারমাণবিক বোমারু বিমান উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে এই তথ্য উঠে এসেছে।
১ আগস্ট এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম, যার ভিত্তি এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ এর প্রকাশিত সর্বশেষ স্যাটেলাইট চিত্র। এসব চিত্রে দেখা যাচ্ছে, চীনের ‘মিসচিফ রিফ’ নামে কৃত্রিম দ্বীপটি বর্তমানে একটি সুসংগঠিত সামরিক নগরে রূপ নিয়েছে।
চিত্রে দেখা গেছে- বিস্তৃত রানওয়ে, ৭২টিরও বেশি যুদ্ধবিমান হ্যাঙ্গার, বন্দরের সুবিধা, ভূমি থেকে আকাশে ও জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি দক্ষিণ চীন সাগরের সামরিকীকরণ ঘিরে আন্তর্জাতিক উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।
এএমটিআইর তথ্য অনুযায়ী, চীন বর্তমানে প্যারাসেল দ্বীপপুঞ্জে ২০টি এবং স্প্রাটলি দ্বীপপুঞ্জে ৭টি অবস্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ নৌ ও বিমানঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া প্রবাল প্রাচীর স্কারবোরো শোয়ালে চীনা কোস্টগার্ডের স্থায়ী উপস্থিতি থাকলেও এখনো কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি।
এফপি/ টিএ