প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের সেই আত্মত্যাগ চোখে দেখা যায় না। নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে আপনারা এই জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছেন। জীবন-জীবিকার ঝুঁকি নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন।
আসিফ নজরুল বলেন, সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এই চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে। যারা বিদেশে যেতে চান, তারা একটু খোঁজখবর নিয়ে যান। বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না। টাকা-পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করুন।
শনিবার (২ আগস্ট) রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, যারা বিদেশে থাকেন, তাদের মনে রাখতে হবে যে আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না, যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।
টিকে/